প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের মহড়া

24th January 2020 মালদা
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের মহড়া


শুক্রবার মালদা ডিএসএ ময়দানে অনুষ্ঠিত হলো কুচকাওয়াজের মহড়া।
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মালদা ডিএসএ ময়দানে অনুষ্ঠিত হবে কুচকাওয়াজ। গত কয়েকদিন ধরে সেই কুচকাওয়াজের প্রস্তুতি চলছে। শুক্রবার কুচকাওয়াজের মহড়া অনুষ্ঠিত হয় ডিএসএ ময়দানে।বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, পুলিশ মহিলা পুলিশ, সিভিল ডিফেন্স সহ বিভিন্ন দল এই কুচকাওয়াজে অংশগ্রহণ করবে ২৬ জানুয়ারি। মোট ৪৩ টি গ্রুপ কুচকাওয়াজে অংশগ্রহণ করবে।এর পাশাপাশি বিভিন্ন স্কুল এবং সংগঠনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ওই ময়দানে।
প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করবেন জেলাশাসক রাজর্ষি মিত্র ও পুলিশ সুপার অলক রাজোরিয়া।
তারই প্রস্তুতি হিসেবে শুক্রবার কুচকাওয়াজের মহড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি নেয় বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী ও সংগঠনের সদস্যরা। ইতিমধ্যে সাজিয়ে তোলা হয়েছে ডিএসএ ময়দানে। সবুজ ঘাসের উপর ত্রিপল ঢেকে মাঠের ঘাসের রং পরিবর্তন করা হয়েছে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ময়দানে তৈরি হয়েছে অনুষ্ঠান মঞ্চ। রঙিন পতাকা দিয়ে সাজানো হয়েছে গোটা ময়দান।
২৬ জানুয়ারি  হাজারো দর্শকের সামনে অনুষ্ঠিত হবে কুচকাওয়াজ।
তারই প্রস্তুতি হিসেবে কুচকাওয়াজের মহড়া অনুষ্ঠিত হয় শুক্রবার।





Others News